মারা যাওয়া পোশাককর্মীর করোনা নেগেটিভ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নারায়ণগঞ্জফেরত ওই নারী পোশাককর্মী (৩৫) কোভিড-১৯–এ আক্রান্ত ছিলেন না। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা নেগেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক বলেন, গত বৃহস্পতিবার ওই নারী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রামে বাবার বাড়িতে আসেন। গত রোববার রাত নয়টার দিকে মারা যান। ওই রাতেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 রাজীব কিশোর বণিক আরও বলেন, ওই দিনই মারা যাওয়া নারীসহ তাঁর পরিবারের আরও চার সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। আজ সেখানকার পাঠানো প্রতিবেদনে সবার রিপোর্ট নেগেটিভ আসে। এ কারণে তাঁর পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন তুলে নেওয়া হয়।

 এই চিকিৎসক বলেন, গত এপ্রিল থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় নমুনা সংগ্রহ করা হয় ৭৫ জনের। তাঁদের মধ্যে করোনা শনাক্ত হয় ১৩ জনের। সুস্থ হন দুজন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন।