পঞ্চগড়ে নতুন ৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীসহ জেলায় নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ৮৪ জনে দাঁড়াল।

আক্রান্ত অপর তিনজনের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় দুজন এবং দেবীগঞ্জ উপজেলায় একজন রয়েছেন। তাঁরা ঢাকা ও গাজীপুর থেকে এসে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই কর্মীকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা তিনজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনা শনাক্ত হওয়া এই চারজনের নমুনা গত ৩০ মে সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় রিপোর্ট আসে। রাতেই তাঁদের বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, পঞ্চগড় জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪ জন। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন এবং মারা গেছেন দুজন।