পটুয়াখালীতে আরও ৬ জন কোভিডে আক্রান্ত

পটুয়াখালীতে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে গতকাল বুধবার রাতে একজনের এবং আজ বৃহস্পতিবার দুপুরে ৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের তথ্য সিভিল সার্জন কার্যালয়ে এসেছে।

কোভিডে আক্রান্ত ৬ জনই পুরুষ। এঁদের মধ্যে কলাপাড়ায় একজন। বয়স ৬০ বছর। অপর পাঁচজন পটুয়াখালীর সদর উপজেলায়। এঁদের বয়স ২৪ থেকে ৪৬ বছর পর্যন্ত রয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭২।

 ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

 পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় মোট ৭২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য পাওয়া গেছে। এঁদের মধ্যে চারজন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। ৪২ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।