সিরাজগঞ্জে পুলিশ সদস্যসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এনায়েতপুর থানার আট পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের দুজন সদস্য আছেন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯১। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনই তাঁতসমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুরের বাসিন্দা। অন্য তিনজনের মধ্যে শাহজাদপুর উপজেলার দুজন, কাজীপুরের একজন আছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯১। জেলায় এ পর্যন্ত মারা গেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, আজ শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে এনায়েতপুর থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। গতকাল বুধবারও জেলার একটি থানার আট পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লাহ মাসুদ জানান, পুলিশ সদস্যসহ তাঁর থানার আওতাধীন কোভিডে আক্রান্ত ১০ জনকে বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।