সিলেট বিভাগে আরও ৮৬ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

সিলেট বিভাগে আরও ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২২ জন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ‌্যাপক, পুলিশ ও র‌্যাব সদস্য রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আনিসুর রহমান।

বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেটের ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ‌্যে দুজনের পুনরায় পরীক্ষা করা হয়েছিল। অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ‌্যে ৩১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ‌্যে তিনজনের পুনরায় পরীক্ষায় করোনা পজিটিভ আসে।

সিলেট বিভাগে কোভিডে আক্রান্ত ৩২২ জনের মধ্যে সিলেট জেলায় ৭৩৭ জন, সুনামগঞ্জ জেলায় ২৪২ জন, হবিগঞ্জ জেলায় ১৯৪ জন ও মৌলভীবাজার জেলায় ১৪৪ জন। বিভাগে মারা গেছেন ২৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৩ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজার জেলায় চারজন।