ফরিদপুরে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০৩ জনে। বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্ত ৩৮ জনের মধ্যে ফরিদপুর সদরের ১৬, সদরপুরের উপজেলায় ১০, চরভদ্রাসনের ৫, নগরকান্দায় ৩ এবং ভাঙ্গা, সালথা, মধুখালী ও আলফাডাঙ্গায় একজন করে আছেন।

ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ এসেছে ৭০ জনের। এর মধ্যে ফরিদপুরের ৪৭ জন ও গোপালগঞ্জের আছেন ২৩ জন। ফরিদপুরের ৪৭ জনের মধ্যে নয়জন পুরোনো রোগী।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাঁদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান বলেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।