সিলেটে করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও দুটি ভেন্টিলেটর

সিলেটে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন দুটি ভেন্টিলেটর যুক্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ এ কে আবদুল মোমেনের ব্যক্তিগত তহবিল থেকে ভেন্টিলেটর দুটি কেনা হয়।

শুক্রবার দুপুরে ভেন্টিলেটর দুটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপপরিচালক হিমাংশু লাল রায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শফিউল আলম প্রমুখ।

হাসপাতাল সূত্র জানায়, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথমে দুটি ভেন্টিলেটরের ব্যবস্থা ছিল। পরবর্তীতে ঢাকা থেকে নয়টি ভেন্টিলেটর আনা হয়। এরপর বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনটি ভেন্টিলেটর আসে এই হাসপাতালে। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দুটি ভেন্টিলেটর দেওয়া হলো। সব মিলিয়ে এই হাসপাতালে করোনা চিকিৎসায় এখন ভেন্টিলেটর আছে ১৬টি।