ঢাকায় মারা যাওয়া রাজবাড়ীর ওই নারীর করোনা পজিটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজবাড়ীর ওই নারীর করোনা পজিটিভ এসেছে। মারা যাওয়ার সময় তিনি শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তিনি আগে থেকেই কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান বলেন, ওই নারীর কিডনিতে সমস্যা ছিল। তিনি ঢাকা ও ফরিদপুর থেকে চিকিৎসাসেবা নিতেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও তিনি সেসব জেলায় গিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। এরপর তাঁর খুব শ্বাসকষ্ট শুরু হয়। ঢাকায় ভর্তি করার চেষ্টা করা হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার ফলাফল না থাকায় তাঁকে কোথাও ভর্তি করা হয়নি। এরপর রাজবাড়ী সদর হাসপাতালে তাঁর নমুনা দেওয়া হয়। গত ৩১ মে তাঁকে ঢাকা পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোভিডে আক্রান্তের বিষয়টি তখনো জানা না যাওয়ায় তাঁকে স্বাভাবিকভাবেই দাফন করা হয়।

সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, ‘নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত হয়েছি। ওই নারী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাসিন্দা।’