বরিশালে কোভিডে আক্রান্ত এক রোগীসহ দুজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আরও দুই রোগী মারা গেছেন। এর মধ্যে ঝালকাঠির নলছিটি উপজেলার ৪৫ বছর বয়সী এক রোগী কোভিডে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসাধীন ছিলেন। অপরজন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা (৫৫)। তাঁর করোনার উপসর্গ ছিল।

আজ শুক্রবার মারা যাওয়া দুজনের মধ্যে প্রথমজন ভোর চারটায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং অপরজন সকাল সাড়ে সাতটার দিকে করোনা ওয়ার্ডে মারা যান। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম মনিরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭।

হাসপাতাল সূত্র জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার করোনা পজিটিভ ওই ব্যক্তি (৪৫) গত বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অবস্থা গুরুতর হওয়ার পর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এই অবস্থায় শুক্রবার ভোর চারটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর আগেই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, এ নিয়ে গত ১১ দিনে এ হাসপাতালে করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হলো। এঁদের মধ্যে ১ জুন মারা যাওয়া ভোলার নীলকমল এলাকার ৬৫ বছর বয়সী ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদনে বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ এসেছে।