কুমিল্লায় আজ শনাক্ত ৭ জন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লা জেলায় আজ শুক্রবার এক দিনে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনসহ জেলার ১৭টি উপজেলায় মোট ১ হাজার ২৮১ জনের করোনা শনাক্ত হলো। ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে চান্দিনায় ৫ জন, হোমনায় ১ ও দাউদকান্দিতে ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দেবীদ্বারে দুজন। মারা গেছেন ব্রাহ্মণপাড়া উপজেলায় একজন। আর সব মিলে সুস্থ হয়েছেন ১৮৬ জন। মারা গেছেন ৩৯ জন।

ডেপুটি সিভিল সার্জন সাহাদাত হোসেন বলেন, এ পর্যন্ত মোট ১১ হাজার ৪৯৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে প্রতিবেদন এসেছে ৯ হাজার ৬৪০ জনের। এখনো ১ হাজার ৮৫৯ জনের প্রতিবেদন আসেনি। ফলে আজ শনাক্ত রোগীর সংখ্যা কম। এক দিনে এক ডিজিটে নেমে আসা মানে সংক্রমণ কমে যাওয়া নয়।

সাহাদাত হোসেন আরও বলেন, কুমিল্লার কমিউনিটিতে করোনা দ্রুত সংক্রমিত হচ্ছে। ব্যক্তি, দল, গোত্র, পাড়া, মহল্লা, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশনের বাসিন্দাদের নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। এটা না মানলে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। লাফিয়ে লাফিয়ে রোগীর সংখ্যা বাড়ছে।