ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৭ জন কোভিডে আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন চিকিৎসক, ১ জন স্বাস্থ্যকর্মী ও প্রথমবারের মতো ৪ পুলিশ সদস্যসহ ৩৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এক দিনে জেলায় আক্রান্তের সংখ্যা এটাই সর্বোচ্চ।

 আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৩৭ জনের নমুনার ফল পজিটিভসহ ১০২ জনের নমুনার ফল পৌঁছায়।

 জেলায় এখন পর্যন্ত ১৬৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ চিকিৎসকসহ ৬১ জন।

 সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ, নাসিরনগর থানার ১ জন সহকারী উপরিদর্শক (এসআই), ৩ জন কনস্টেবলসহ ৬ জন, সদর উপজেলার ১৩ জন, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসকসহ ৫ জন, বিজয়নগর উপজেলার ১ জন, নবীনগর উপজেলার ৪ জন ও কসবা উপজেলার ৮ জন।

এখন পর্যন্ত জেলায় ৪ হাজার ২২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩ হাজার ৪৬৪ জনের নমুনার ফল পাওয়া গেছে। 

 সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক সানজিদা আক্তার প্রথম আলোকে বলেন, করোনায় সংক্রমিতের সংখ্যা আজ আরও বাড়তে পারে। সেটি সন্ধ্যায় প্রকাশ করা হবে।