টাঙ্গাইলে চিকিৎসক, নার্সসহ আরও ২৮ জন কোভিডে আক্রান্ত

টাঙ্গাইলে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ আরও ২৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। জেলার সিভিল সার্জন মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।

 আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কালিহাতী উপজেলায় সাতজন, সদর উপজেলায় ছয়জন, মির্জাপুরে পাঁচজন, নাগরপুর উপজেলায় চারজন, ভূঞাপুর ও সখীপুরে দুজন করে এবং গোপালপুর ও দেলদুয়ারে একজন করে।

নতুন আক্রান্তের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক ও মেডিকেল অ্যাসিসটেন্ট এবং কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। আক্রান্ত ওই নারী চিকিৎসকের স্বামী এর আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৯ মে ৭৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ৩১ মে ১৪৯ জনের নমুনা পাঠানো হয়। আজ শুক্রবার সকালে দুই দিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে আরও ২৮ জন আক্রান্ত হন। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৫৮ জন।