রাজাপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ভাগনেকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ঝালকাঠির রাজাপুরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাংবাদিক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

রাজাপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে কম দামে ওষুধ বিক্রিকে কেন্দ্র করে রাজাপুর বাজারের ফার্মেসি মালিক আফজাল হোসেনের ছেলে তানভীর হোসেনকে (১৮) মারধর করেন সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসির মালিক আহসান হাবিব ওরফে সোহাগের লোকজন। একই সময় তানভীরের বন্ধু রাজাপুর সরকারি কলেজের ছাত্র মো. নকীবকেও (১৮) তাঁরা মারধর করে। আহত তানভীর হোসেন ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের খালাতো বোনের ছেলে। বেলা আড়াইটার দিকে জহিরুল রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত তানভীরকে দেখতে যান। সেখানে আহসান হাবিবের লোকজনের কাছে এ হামলার কারণ জানতে চান জহিরুল। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁরা জহিরুলের ওপর দ্বিতীয় দফা হামলা করেন। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ফেটে যায়।

সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, ‘রাজাপুরে সোহাগ ক্লিনিকের মালিকসহ তাঁর সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বের আমার ওপর হামলা হয়। তানভীরের বাবাকে তারা অকথ্য ভাষায় গালাগাল করে। তানভীর এর প্রতিবাদ করায় তাঁকে প্রচণ্ড মারধর করে। পুলিশের সহযোগিতায় তানভীর রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।’

জানতে চাইলে সোহাগ ক্লিনিকের মালিক আহসান হাবিব বলেন, ‘আমার ফার্মেসিতে ওষুধের মূল্য কম রাখার ঘোষণা দিলে সাংবাদিক জুয়েল ও তাঁর আত্মীয় আফজাল ফার্মেসির মালিকের ছেলে তানভীর আমার দোকানে হামলা চালায়। আমার লোকজন তাঁদের আটকানোর চেষ্টা করলে সামান্য হাতাহাতি হয়।’

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।