নওগাঁয় সুস্থ হয়েছেন ৬২ শতাংশ কোভিড রোগী

কোভিড-১৯
কোভিড-১৯

নওগাঁয় কোভিড-১৯ রোগী সুস্থ হওয়ার হার বাড়ছে। জেলায় এ পর্যন্ত ১৪৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ শতাংশ সুস্থ হয়েছেন। জেলায় কোভিড–১৯ রোগী মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৩ এপ্রিল জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। তিনি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৯১ জন। সে হিসাবে সুস্থ হওয়ার হার ৬২ দশমিক ৩২ শতাংশ। গত ৭ মে নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইব্রাহিম নামের এক ব্যক্তি প্রথম সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এর চার দিন পর আরও নয়জন সুস্থ হন।

জেলায় দুজন কোভিড–১৯ রোগী মারা গেছেন। সে হিসাবে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত ব্যক্তিদের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তাঁরা দুজনই কাপড় ব্যবসায়ী ছিলেন। তাঁদের একজনের বয়স ৫৬ বছর এবং অপরজনের ৭২ বছর।

নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, জেলায় গতকাল পর্যন্ত ৩ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৩২ জনের। এর মধ্যে করোনা পজেটিভ ১৪৬ জন। বর্তমানে কোভিড-১৯ রোগীদের অধিকাংশের জটিল কোনো উপসর্গ নেই। তিনি আরও বলেন, শুরুতে কোভিড-১৯ রোগীদের দ্রুত সেরে ওঠার হার কম ছিল। বর্তমানে রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রবণতা বাড়ছে। এর অন্যতম কারণ, সংক্রমণের শুরুতেই করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় অনেকেই নিজ উদ্যোগে নমুনা দিতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। ফলে নমুনার সংগ্রহের হারও আগের চেয়ে বেড়েছে।