মৌলভীবাজারে করোনা সংক্রমণ বাড়ছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা দেড় শ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার নমুনা পরীক্ষায় নতুন করে আরও আটজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে করে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হলো ১৫২।

মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ আজ শনিবার প্রথম আলোকে নতুন করে আটজন শনাক্তের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন সংক্রমিত লোকজনের মধ্যে স্বাস্থ্যকর্মী, ফায়ার ব্রিগেড সদস্য ও স্বামী-স্ত্রী আছেন। তাঁদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার একজন, বড়লেখার দুজন, জুড়ীর দুজন এবং কুলাউড়া উপজেলার তিনজন রয়েছেন।
এ পর্যন্ত জেলায় কোভিড-আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ জন।
গত ৪ এপ্রিল জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ হাটের একজন ব্যবসায়ী প্রথম করোনাভাইরাসের অন্যতম উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে জেলায় ধারাবাহিকভাবে সংক্রমণের হার বেড়ে চলছে।