গৌরনদীর সেই পোশাককর্মী ছিলেন করোনা পজিটিভ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে গত বুধবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তি কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। আজ শনিবার তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।

ওই ব্যক্তি একজন পোশাককর্মী (৪৮)। তিনি ঢাকায় কাজ করতেন। ১ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এদিনই তাঁর নুমনা সংগ্রহ করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট আসার আগেই বুধবার সকালে তিনি বাড়িতে মারা যান।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশের দাহ সম্পন্ন হয়। তাঁর বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও ইসরাত জাহান।