করোনা শনাক্ত শুনেই পালিয়েছেন

করোনা শনাক্ত হওয়ার পর পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক চাকরিজীবী উধাও হয়ে গেছেন। আজ শনিবার বিকেলে রাঙ্গুনিয়া থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। তাঁকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না। বাড়িতেও আসেননি তিনি। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। ওই ব্যক্তিকে না পেয়ে স্থানীয় থানার পুলিশ আজ রাঙ্গুনিয়া থানাকে বার্তা দেয়।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ রাঙ্গুনিয়ায় নতুন করে চারজনের দেহে করোনা পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৮। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার অপেক্ষায় আছেন আরও ৭২ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৯ জনের। ফলাফল পাওয়া গেছে ২৪৭ জনের। সুস্থ হয়েছে আটজন। মারা গেছেন দুজন।