রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে শনিবার সকালে বাসার সামনে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্র জানায়, মজিবুর রহমান সপরিবারে কদমতলীর বি পি ধারা আবাসিক এলাকায় থাকতেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়া মজিবুরকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান।

মজিবুরের ছোটভাই মো. সুমন প্রথম আলোকে জানান, দুদিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে গিয়েছিল। সকালে মজিবুর সেই পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই পানিতে কোনোভাবে বৈদ্যুতিক তার লেগে ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।