সীতাকুণ্ডে জ্বর, শ্বাসকষ্টে আরও একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের আরও এক ব্যক্তি কোভিড-১৯ এর মতো উপসর্গ নিয়ে মারা গেছে। মারা যাওয়া ব্যক্তির বয়স ৫৮ বছর।

আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

এ নিয়ে গত তিন দিনে সীতাকুণ্ডে কোভিড-১৯ এর মতো উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। চার-পাঁচ দিন আগে থেকে তাঁর জ্বর, শরীরে ব্যথা শুরু হয়। বেড়ে যায় শ্বাসকষ্ট। তখন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি মারা যান।

সীতাকুণ্ডে কোভিড-১৯ এর মতো উপসর্গ নিয়ে গতকাল শনিবার একদিনে চারজন ও শুক্রবার একজন মারা যায়।