সীতাকুণ্ডে জ্বরে মারা যাওয়া এসআইয়ের করোনা পজেটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনাভাইরাসের উপসর্গ জ্বর নিয়ে মারা যাওয়া উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলামের করোনা পজেটিভ এসেছে। গতকাল শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


করোনা ইউনিটের দায়িত্বে থাকা সীতাকুণ্ড থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, গতকাল রাতে পাওয়া নমুনা প্রতিবেদনে মৃত এসআই করোনা পজেটিভ ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।


সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, থানার কোনো কর্মকর্তা অসুস্থ বোধ করলে তাদের কোয়ারেন্টিনে পাঠান তিনি। গতকাল পর্যন্ত সাতজন কোয়ারেন্টিনে আছেন। কিন্তু একজন সহকর্মী মারা যাওয়ায় কিছু পুলিশ সদস্য ঘাবড়ে যান। ফলে গতকাল ২৪ জন পুলিশ সদস্যের নমুনা দেওয়া হয়েছে। আজ আরও পাঁচজনের নমুনা দেওয়া হবে। কোভিড–১৯ রোগী পরিদর্শক সুমন বনিক চট্টগ্রাম নগরের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন।