মুন্সিগঞ্জে এক দিনে সর্বোচ্চ ৭৬ জন নিয়ে হাজার ছাড়াল করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের ছয় উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা জেলায় এক দিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের ঘটনা। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫। এদিন কোভিডে আরও একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৯ জন কোভিড রোগী। ফলে জেলায় মোট সুস্থ ব্যক্তির সংখ্যা এখন ৩০০। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, টঙ্গিবাড়ীতে ১১ জন, সিরাজদিখানে ২ জন, লৌহজংয়ে ১৯ জন, শ্রীনগরে ১৩ জন ও গজারিয়ায় ৭ জন রয়েছেন।

মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, সংক্রমিতের সংখ্যা কোনোভাবেই কমানো যাচ্ছে না। প্রতিদিন বেড়েই চলেছে। নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাটাও লম্বা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে না চললে অবস্থা আরও খারাপের দিকে যাবে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ১৯৯ জনের ফল এসেছে। সেখানে ৭৬ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়। রোববার ২১০ জনসহ জেলার মোট ৫ হাজার ৭০৯ জনের নমুনা এ পাঠানো হয়। ইতিমধ্যে ৫ হাজার ২৪২ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৪৭০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৭৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৪২ জন, শ্রীনগর উপজেলায় ১২৭ জন, লৌহজং উপজেলায় ১১৫ জন এবং গজারিয়া উপজেলায় ১০৬ জন কোভিডে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এখন পর্যন্ত সদর উপজেলার একজন স্বাস্থকর্মীসহ ১৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৪ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও লৌহজং উপজেলায় নতুন একজনসহ ৪ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ১ জন, লৌহজংয়ে ১০ জন, গজারিয়ায় ৪ জন এবং টঙ্গিবাড়ী ও শ্রীনগরে ২ জন করে ১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সদর উপজেলায় ১২২ জন, সিরাজদিখানে ৫৫ জন, শ্রীনগরে ৪৩ জন, টঙ্গিবাড়ীতে ২৮ জন, লৌহজংয়ে ২০ জন ও গজারিয়ায় ৩২ জন সুস্থ হলেন।