কোভিডে আক্রান্তের খবর দিতে গিয়ে জানা গেল তাঁরা আত্মীয়ের বাড়িতে

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক দম্পতির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁদের আইসোলেশনে নেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন। কিন্তু স্বামী-স্ত্রীর কাউকে পাননি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোভিডে আক্রান্ত স্বামী-স্ত্রী নাটোরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।


পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদ হোসেন আজ বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে জয়পুরহাটের ৩০৪টি নমুনা পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে নয়জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত নয়জনের মধ্যে পাঁচবিবি উপজেলার তিনজন, আক্কেলপুর উপজেলার তিনজন, কালাই উপজেলার একজন, জয়পুরহাট সদর উপজেলার একজন ও ক্ষেতলাল উপজেলার একজন আছেন। এ নিয়ে জেলায় মোট কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১২ জনে। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১০৭ জন।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদ হোসেন জানান, এ জেলায় নতুন নয়জনের মধ্যে পাঁচবিবি উপজেলার স্বামী-স্ত্রীসহ তিনজন রয়েছেন। তাঁদের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন। আজ সকালে আইসোলেশনে নিতে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাওয়া হয়েছিল। করোনা শনাক্ত হওয়া গর্ভবতী এক নারীকে তাঁর বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। স্বামী-স্ত্রীকে তাঁদের বাড়িতে পাওয়া যায়নি। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা ঢাকাফেরত ছিলেন।

শহিদ হোসেন বলেন, আক্রান্ত স্বামী-স্ত্রী নাটোরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন বলে প্রতিবেশীরা নিশ্চিত করেছেন। এ ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনওকে সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন।

পাঁচবিবির ইউএনও নাদিম সরোয়ার বলেন, করোনায় শনাক্ত হওয়া স্বামী-স্ত্রী বাড়িতে ছিলেন না। এখন তাঁরা বাড়িতে এসেছেন বলে শুনেছেন।