দিনাজপুরে কোভিডে আক্রান্ত পোশাকশ্রমিকের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের (২৯) মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে জেলায় করোনা উপসর্গ নিয়ে চারজন মারা যান। এরপর তাঁদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তবে শনাক্ত হওয়ার পর মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

মারা যাওয়া ওই যুবকের বাড়ি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে। পেশায় তিনি একজন পোশাকশ্রমিক। জেলা কোয়ান্টাম ফাউন্ডেশেন একটি প্রতিনিধিদল রোববার রাতে তাঁর সৎকারের ব্যবস্থা করে।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আজমল হক জানান, গত ২৮ মে ওই যুবক করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় ফিরে আসেন। পরের দিন তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এরপর তাঁকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়। মেডিকেলে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

জেলা সার্জিন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় সাংবাদিকসহ ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় চারজন, বিরামপুরে চারজন, পার্বতীপুরে একজন এবং বিরলে একজন আছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে। কোভিডে আক্রান্ত বিরামপুরের ওই সাংবাদিক বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, দিনাজপুরে কোভিডে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প কিছু নেই।