খুলনায় কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ৬ ঘণ্টায় তিনজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে এক রাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১২টা থেকে আজ সোমবার ভোর ৬টার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে তাঁদের মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পারসন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান জানান, খুলনা নগরের এক বৃদ্ধ (৬৫) রোববার সকাল ৯টা ৪০ মিনিটে করোনায় আক্রান্ত সন্দেহে এ হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফ্লু কর্নারে নেওয়া হয়। সেখানে তিনি আজ ভোর ৫টা ৩৫ মিনিটে মারা যান।

মিজানুর রহমান আরও জানান, নগরের একটি মেয়ে শিশু (১২) রোববার রাত ১১টার দিকে জ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ছাড়া, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার এক তরুণ (২২) দুদিন ধরে জ্বর ও কাশি নিয়ে ফ্লু কর্নারে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১ টি ৫৫ মিনিটের দিকে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।