চাঁদপুরে কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে এক দিনে পাঁচজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চাঁদপুর জেলায় এক দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন হাজীগঞ্জ উপজেলার, অপর দুজন সদর উপজেলার। চিকিৎসকেরা এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুজাউদ্দৌলা জানান, চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে এক বৃদ্ধ (৬৫) শ্বাসকষ্ট নিয়ে রোববার দিবাগত রাত সোয়া ৯টায় মারা যান। পরে তাঁর করোনা নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন দুপুর ১টায় শহরের এক ব্যক্তির (৪৫) শ্বাসকষ্ট দেখা দেয়। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, আজ সোমবার সকাল ৭টায় হাজীগঞ্জে ৫৫ বছর বয়সের এক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। আগের দিন রোববার রাত ১১টায় ৬৫ বছর বয়সের এক ব্যক্তি ও রাত ২টায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মারা যান। পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে।