নমুনা দিতে শহর ছেড়ে গ্রামে, আইনজীবী করোনা পজিটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শহরে নমুনা দিতে কষ্ট। তাই শহর ছেড়ে গ্রামে শ্বশুরবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা দিয়েছেন এক আয়কর আইনজীবী (৩৩)। প্রতিবেদন এসেছে করোনা পজিটিভ।

আজ সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আজ রাঙ্গুনিয়ায় তিনজনের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। আইনজীবী ছাড়াও পোমরা ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রের এক নারী স্বাস্থ্য সহকারী (৪৫) করোনায় আক্রান্ত হয়েছেন। আইনজীবীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় ও স্বাস্থ্য সহকারীর বাড়ি পোমরায়। দুজনে চট্টগ্রাম নগরীর বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ছাড়া আরেকজনের (১৮) দ্বিতীয় দফার নমুনা পরীক্ষায় পজিটিভ প্রতিবেদন আসে। তাঁর বাড়ি সরফভাটায়। তিনি এর আগে করোনায় আক্রান্ত এক চিকিৎসকের স্বজন।

৩ ও ৪ জুন বিআইটিআইডিতে ২৭ জনের পাঠানো নমুনায় ৩ জনের ফলাফল পজিটিভ এল। এ পর্যন্ত রাঙ্গুনিয়ায় মোট ৬০ জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।

মুঠোফোনে জানতে চাইলে ওই আইনজীবী বলেন, চট্টগ্রাম শহরে নমুনা দিতে ঝামেলায় হওয়ায় তিনি রাঙ্গুনিয়ার শ্বশুরবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে ওই দিন আবার শহরে চলে যান। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় তাঁর শ্বশুরবাড়ি হলেও তিনি ওই দিন শ্বশুরবাড়িতে যাননি বলে জানান।