লক্ষ্মীপুরে ৪ পুলিশসহ ১৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

লক্ষ্মীপুর জেলায় এক দিনে চার পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩০৫। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় ৮০টি নমুনা সংগ্রহ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে নতুন আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে নোয়াখালী সদর উপজেলায় তিনজন ও কমলনগর উপজেলায় চার পুলিশ সদস্যসহ ১২ জন রয়েছেন।

কমলনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের বলেন, উপজেলায় নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশের দুজন উপপরিদর্শক (এসআই) ও দুজন পুলিশ সদস্য রয়েছেন।

গত ১২ এপ্রিল জেলায় প্রথম করোনায় আক্রান্ত হন রামগঞ্জ উপজেলার এক ব্যক্তি। তখন থেকে জেলায় প্রতিদিন গড়ে পাঁচজন করে করোনা রোগী শনাক্ত হচ্ছেন।