বুধবার থেকে চালু হচ্ছে বুড়িমারী স্থলবন্দর

ফাইল ছবি
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রায় ৮০ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার চালু হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর। সোমবার বিকেলে স্থলবন্দরের আন্তর্জাতিক অভিবাসন চৌকির (আইসিপি) শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন। সভা শেষে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে আলোচনা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার থেকে ভারত, ভুটান ও নেপালের সঙ্গে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার সুমেন কান্তি চাকমা।
প্রসঙ্গত, মার্চের শেষ সপ্তাহ থেকে সরকারের ঘোষিত সাধারণ ছুটির আওতায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ রয়েছে।