রাজশাহীতে করোনায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে করোনাভাইরাস সংক্রমণে এক মাদ্রাসাশিক্ষক (৬০) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদ্রাসাশিক্ষকের বাড়ি মোহনপুর উপজেলায়। তাঁকে গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।


হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, মাদ্রাসাশিক্ষক আগেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রাতে হাসপাতালে ভর্তির সময় জানতে পারেন তিনি করোনা পজিটিভ। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।