মৃত্যুর পর জানা গেল তাদের করোনা পজেটিভ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরায় নতুন করে পাঁচজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন মৃত। এই দুজনের একজন (৯০) সদর উপজেলার এবং অন্যজন (২২) শ্রীপুর উপজেলার।

প্রথমজন গত শনিবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরের জন গতকাল রোববার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ নমুনা পরীক্ষার ফলাফলে তাদের দুজনের করোনা পজেটিভ আসে।

এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হওয়া বাকি তিনজনের একজন হলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (৩৭)।


মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, মাগুরায় এই প্রথম দুজন কোভিড–১৯ রোগী মারা গেলেন। এখন পর্যন্ত জেলায় মোট ৪০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯ জনকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে। ১৭ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এ ছাড়া একজন মাগুরা সদর হাসপাতালে ও একজন ঢাকার একটি হাসপাতালে আছেন।