ফেনীতে আরও সাতজনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীতে নতুন করে আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৩২০। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন বলেন, এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে জেলায় নয়জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬৯ জন। সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তিদের মধ্যে বর্তমানে ১১ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন। অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মোট শনাক্ত ৩২০ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় ১২৫, দাগনভূঞায় ৯৪, ছাগলনাইয়ায় ৩৫, সোনাগাজীতে ৩৬, পরশুরাম ১১ ও ফুলগাজীতে নয়জন। গত দুই মাসে জেলার ২ হাজার ৬৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম এবং নোয়াখালীতে পাঠানো হয়। সোমবার পর্যন্ত ২ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।