শ্রীপুরে এক দিনে সর্বোচ্চ ৩২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দিনে সর্বোচ্চ ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১৮৪। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম প্রথম আলোকে বলেন, ৭০ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষার ফলে ৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বেশির ভাগ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানার শ্রমিক। তবে তাঁদের শারীরিক অবস্থা জটিল না হওয়ায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই উপজেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।