সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

নবম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। এটি হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ জুন ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন।এবারই প্রথম আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সংসদের কার্যক্রম দেখানো হবে। সদস্যদের বক্তৃতার সময় নির্ধারণ, বক্তৃতার বিশেষ বিশেষ অংশ অধিবেশনকক্ষেই একাধিক পর্দায় দেখানো হবে। অধিবেশনকক্ষে ডিজিটাল টাইমার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সদস্যরা কতক্ষণ বক্তৃতা দিয়েছেন, আর কত সময় বাকি আছে, তা দেখতে পারবেন।অধিবেশনের প্রথম দিন প্রধান বিরোধী দল বিএনপি যোগদান করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বিরোধী দলের অধিকাংশ সাংসদ সংসদে যোগ দিতে ঢাকায় রয়েছেন বলে জানা গেছে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন প্রথম আলোকে বলেন, এখনো পর্যন্ত সংসদে যোগ দেওয়ার ব্যাপারে দলের কোনো নির্দেশনা তাঁর কাছে আসেনি। তাই যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।প্রায় ১০ মাস পর গত অধিবেশনে বিএনপি সংসদে ফিরে এসেছিল।অধিবেশন শুরুর আগে আজ বিকেল চারটায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা হবে। সভায় এ অধিবেশনের কার্যকাল নির্ধারণ করা হবে। জানা গেছে, অধিবেশন মধ্য জুলাই পর্যন্ত চলতে পারে। গতকাল পর্যন্ত ১৫টি বিল জমা পড়েছে। আরও পাঁচটি বিল এ অধিবেশনে আসার কথা। জমা পড়া বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল-২০১০, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল-২০১০, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১০, বাংলাদেশ গ্যাস বিল ২০১০ ও রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০১০।বাজেটের ওপর এবার ৪০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘বাজেট অধিবেশনের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সবার প্রাণবন্ত অংশগ্রহণে অধিবেশন কার্যকর হবে বলে আশা করি।’