ফেনীতে চিকিৎসকসহ ২৭ জনের করোনা শনাক্ত

ফেনীতে নতুন করে একজন চিকিৎসকসহ ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪৭ জনে। এর মধ্যে ৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৯ জন। ফেনীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ বুধবার দুপুরে এ তথ্য জানা গেছে।

নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে সদর উপজেলার আটজন, সোনাগাজী উপজেলার নয়জন, পরশুরাম উপজেলার পাঁচজন, ছাগলনাইয়া উপজেলার চারজন এবং দাগনভূঁঞা উপজেলার একজন বাসিন্দা রয়েছেন। তবে তাদের মধ্যে ফেনী হার্ট ফাউন্ডেশনের একজন বর্তমানে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত দুই মাসে জেলায় ২ হাজার ৮৭৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গত সোমবার পর্যন্ত ২ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।