নরসিংদীতে করোনা পরীক্ষা করাতে এসে নমুনা দেওয়ার আগেই মৃত্যু তরুণের

কয়েক দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন এক তরুণ (২৪)। উপসর্গগুলো করোনাভাইরাসের মতো হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু নমুনা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বুধবার দুপুরে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই তরুণ নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি গত ৪-৫ দিন ধরে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ওই তরুণ করোনাভাইরাসের সন্দেহ থেকে করোনা পরীক্ষা করানোর উদ্যোগ নেন। স্বজনেরা বুধবার নমুনা জমা দিতে তাঁকে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকেরা দেখতে পান, তাঁর অবস্থা সংকটাপন্ন। তাঁকে নমুনা দেওয়ার আগে ভর্তির হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার ৪০ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এন এম মিজানুর রহমান। তিনি বলেন, মৃত্যুর পর ওই তরুণের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে নিশ্চিত করা যাবে তিনি করোনায় সংক্রমিত ছিলেন কি না।