সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রোগী ভর্তি শুরু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ শয্যার আইসোলেশন সেন্টারে রোগী ভর্তি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিন পুলিশ সদস্যসহ পাঁচজনকে ভর্তির মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর আগে পূর্বপ্রস্তুতি হিসেবে হাসপাতালের ১০ শয্যা নিয়ে করোনা আইসোলেশন সেন্টার চালুর ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেই। ফলে যাদের অক্সিজেন সেচুরেশন ৯৪ বা তার বেশি, তাদের ভর্তি নেওয়া হবে। অবস্থা খারাপ রোগীদের চট্টগ্রাম নগরের আইসিইউ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড–১৯ রোগী ভর্তি যেহেতু শুরু হয়েছে, তাই সাধারণ রোগীরা যেন চিকিৎসা শেষে হাসপাতাল এলাকায় অবস্থান না করেন। তাঁরা প্রয়োজনে জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল বুধবার পর্যন্ত সীতাকুণ্ডে কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৫৩। এর মধ্যে ৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন চারজন।