চুরি করে ওষুধ বিক্রির অভিযোগে হৃদ্রোগ ইনস্টিটিউটের দুই কর্মী আটক

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে অভিযান চালিয়ে ফার্মাসিস্ট নির্মল সরকার এবং স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। সরকারি ওষুধ তাঁরা বাইরে পাচার করতেন বলে অভিযোগ রয়েছে।

এনএসআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার বেলা দুইটায় এনএসআইয়ের অভিযানে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট থেকে চুরি করে বিক্রির সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওষুধসহ (২০০ প্যাকেট ক্ল্যাক্সো-৬০ ইনজেকশন ও ৩০ বক্স ক্লন্ট) ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকার এবং স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদকে হাতেনাতে আটক করা হয়। এই চক্রটি হাসপাতাল থেকে দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ অবৈধভাবে বাইরে পাচার করছিল বলে এনএসআই জানায়।

এনএসআই জানায়, হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. মীর জামাল উদ্দিনকে বিষয়টি জানানো হয়েছে। আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।