ঝুঁকি ঠেকিয়ে ফের ঝুঁকি

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে চলাচলে ব্যক্তিকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। পরতে বলা হয়েছে মাস্ক। অনেকে হাতে গ্লাভসসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী ব্যবহার করছেন। অনেক অসচেতন ব্যক্তি ব্যবহৃত মাস্ক ও গ্লাভস যেখানে-সেখানে ফেলে আরেক ঝুঁকি তৈরি করছেন। রাজধানীর বিভিন্ন স্থানের রাস্তাঘাটে এমন ব্যবহৃত মাস্ক ও গ্লাভস পড়ে থাকতে দেখা গেছে। ছবি তুলেছেন প্রথম আলোর নিজস্ব আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।
১ / ৭
খোলা জায়গায় পড়ে আছে ব্যবহৃত মাস্ক
খোলা জায়গায় পড়ে আছে ব্যবহৃত মাস্ক
২ / ৭
সিমেন্ট-বাঁধানো স্থানে পরিত্যক্ত মাস্ক
সিমেন্ট-বাঁধানো স্থানে পরিত্যক্ত মাস্ক
৩ / ৭
ঘাসের মধ্যে পড়ে আছে মাস্ক
ঘাসের মধ্যে পড়ে আছে মাস্ক
৪ / ৭
ঝরে পড়া ফুলের মধ্যে ব্যবহৃত মাস্ক
ঝরে পড়া ফুলের মধ্যে ব্যবহৃত মাস্ক
৫ / ৭
সৌন্দর্যবর্ধন করা গাছের ওপর পড়ে আছে মাস্ক
সৌন্দর্যবর্ধন করা গাছের ওপর পড়ে আছে মাস্ক
৬ / ৭
কৃষ্ণচূড়াগাছের নিচে মাস্ক
কৃষ্ণচূড়াগাছের নিচে মাস্ক
৭ / ৭
ময়লা-আবর্জনার মধ্যে মাস্ক
ময়লা-আবর্জনার মধ্যে মাস্ক