মুন্সিগঞ্জে আরও ৭৭ জন কোভিডে আক্রান্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের ৬ উপজেলায় আরও ৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৬৭।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে আজ শুক্রবার ২৬০ জনের ফল এসেছে। সেখানে ৭৭ জনের করোনা পজিটিভ হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় ২১ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৬, সিরাজদিখান উপজেলায় ১৮, লৌহজং উপজেলায় ১৯, শ্রীনগর উপজেলায় ৪ ও গজারিয়া উপজেলায় ৯ জন রয়েছেন।

জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৪৬৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৬২৮ জন সদর উপজেলায়। এ ছাড়া সিরাজদিখান উপজেলায় ২১৯ জন, লৌহজং উপজেলায় ২১৩, শ্রীনগর উপজেলায় ১৫২, গজারিয়া উপজেলায় ১৪২ ও টঙ্গিবাড়ী উপজেলায় ১১৪ জন রয়েছেন।

করোনায় সংক্রমিত হয়ে জেলায় মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ২০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৬, লৌহজং উপজেলায় ৪, সিরাজদিখান উপজেলায় ৩ ও শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, নমুনা পরীক্ষার ৩০-৩৫ শতাংশ মানুষই করোনা পজিটিভ হচ্ছেন। জেলার সব জায়গায় করোনা ছড়িয়ে পড়েছে। দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যার বৃদ্ধির পাশাপাশি মৃতের হারও বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক। ঘরে অবস্থান করতে হবে। প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক পরতে হবে।