ঝিনাইদহে মৃত্যুর ১৫ দিন পর করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় জ্বর-সর্দি-কাশি নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। মৃত্যুর ১৫ দিন পর নমুনা পরীক্ষা ফলাফল থেকে বিষয়টি জানা গেছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কেউ মারা গেলেন।

মৃত কৃষ্ণ গোপাল সাহা ওরফে কেতো সাহার (৫০) বাড়ি শৈলকুপার কবিরপুর এলাকায়। গত ২৭ মে নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান তিনি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, কৃষ্ণ গোপালের মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসা প্রতিবেদন থেকে জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের মুখপাত্র প্রসেঞ্জিত বিশ্বাস জানান, আজ জেলার ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন।

সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি আগে থেকেই লকডাউন করা ছিল। এখন পরিবারের অন্যদের নমুনা নিয়ে পরীক্ষা করা হবে।