বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বিঘ্নিত

নদীতে স্রোত বাড়ায় পারাপারে সময় লাগছে বেশি। আজ শুক্রবার তৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে ফেরির টিকিট নিতে গাড়িচালকদের লম্বা লাইন। ছবি: এম রাশেদুল হক
নদীতে স্রোত বাড়ায় পারাপারে সময় লাগছে বেশি। আজ শুক্রবার তৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনে ফেরির টিকিট নিতে গাড়িচালকদের লম্বা লাইন। ছবি: এম রাশেদুল হক

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ শুক্রবার এক ঘণ্টার বেশি সময় লঞ্চ চলেনি। এ সময় ঘাটে নদী পাড়ি দিতে আসা সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন। এ ছাড়া নদী পাড়ি দিতে আসা ঢাকাগামী কয়েক শ গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়। এই নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি লঞ্চ চলাচল করছে। জরুরি যাত্রীদের বিকল্প উপায়ে ফেরিতে নদী পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বাতাস কমে এলে আবার লঞ্চ চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ১৫টি ফেরি থাকলেও প্রায় দেড় মাস ধরে যান্ত্রিক ত্রুটিতে বিকল থাকায় রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান বসে রয়েছে। বাকি ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে বর্তমানে গণপরিবহন চালু হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে দূরপাল্লার বাস পার হওয়ায় সাধারণ পণ্যবাহী গাড়ি পার হতে সময় লাগছে। এ কারণে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন তৈরি হচ্ছে।

কৃষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলেন ব্যবসায়ী মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘দ্রুত নদী পাড়ি দিতে লঞ্চঘাটে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টি শুরু হয়। বাধ্য হয়ে লঞ্চের পরিবর্তে ফেরিতেই নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার মতো অনেক যাত্রীই বাধ্য হয়ে ফেরিতে নদী পাড়ি দেন।’

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৮টি লঞ্চ থাকলেও আকাশ মেঘলা দেখে তখন বড় লঞ্চ চালু রাখা হয়। তবে ভারী বৃষ্টি ও বাতাস শুরু হলে সকাল সোয়া দশটার দিকে লঞ্চ সম্পূর্ণ বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতাব উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পৌনে এক ঘণ্টার মতো লঞ্চ বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে না থাকলে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনে আবার লঞ্চ বন্ধ থাকবে।