পঞ্চগড়ে করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড়ে কোভিড–১৯ শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১।

গতকাল রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় একজন নারী ও একজন পুরুষ এবং দেবীগঞ্জ উপজেলায় একজন পুরুষ রয়েছেন। সদর উপজেলার ওই নারী সম্প্রতি স্বামীসহ ঢাকা থেকে ফেরেন। তাঁর স্বামী এর আগে করোনা পজিটিভ শনাক্ত হন। বাকি দুজনও ঢাকা থেকে ফিরেছেন।

৬ জুন এই তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পঞ্চগড় জেলা থেকে গতকাল পর্যন্ত মোট ১ হাজার ৮৪৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, রংপুর ও দিনাজপুরে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১০১। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন এবং মারা গেছেন দুজন।