মানিকগঞ্জে কোভিডে দুজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মানিকগঞ্জে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় একজন ও রাতে অপরজনের মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া দুজনই পুরুষ। তাঁদের উভয়ের বয়স ৪৫ বছর। একজনের বাড়ি কুষ্টিয়ায় ও অপরজনের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। তাঁরা কাজের সূত্রে মানিকগঞ্জে বসবাস করতেন।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল সূত্র জানায়, ধামরাইয়ের ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগ থেকে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল রাত ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তিকে ৭ জুন জেলা সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। পরে তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। গতকাল সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, নতুন ২ জনসহ জেলায় করোনায় মোট মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪। আজ সকাল পর্যন্ত ৪ হাজার ১০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় ৪০৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৮ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২৫৭ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।