শিবচরে করোনায় বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪। আজ শনিবার সকালে উপজেলার বহেরাতলা ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পুলিশ সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৫ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ মৃত্যুর পর তাঁর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। পরে স্বাস্থ্যবিধি মেনে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

করোনাবিষয়ক শিবচর উপজেলার ফোকাল পারসন এ বি এম রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, আজ সকালে করোনার উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ মারা যান। পরে দুপুরে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনের তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মারা যাওয়া ওই বৃদ্ধের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের শনাক্ত করে কোয়ারেন্টিনে রাখা হবে।