হবিগঞ্জে শ্বশুরবাড়িতে মারা যাওয়া ব্যবসায়ীর করোনা পজিটিভ

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

হবিগঞ্জ সদর উপজেলার উবাহাটা গ্রামে শ্বশুরবা‌ড়িতে বেড়াতে গিয়ে শ্বাসকষ্টে মারা যাওয়া ব‌্যবসায়ী ম‌নিরুল ইসলাম করোনায় সংক্রমিত ছিলেন। আজ শ‌নিবার দুপুরে ঢাকার পরীক্ষাগারে তাঁর নমুনা পরীক্ষার ফল থেকে এ তথ‌্য পাওয়া গেছে। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন হ‌বিগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোস্তা‌ফিজুর রহমান।

নিহত ব‌্যবসায়ী ম‌নিরুল ইসলাম না‌সিরনগর উপজেলার নুরপুর গ্রামের বা‌সিন্দা। তি‌নি ঢাকায় ব‌্যবসা করতেন।

সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ জুন ম‌নিরুল ইসলাম হ‌বিগঞ্জে শ্বশুরবা‌ড়িতে বেড়াতে যান। ৪ জুন শ্বাসকষ্ট হলে তাঁকে হ‌বিগঞ্জ সদর হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত‌্যু হয়। করোনার উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন‌্য ঢাকায় পাঠানো হয়ে‌ছিল। শ‌নিবার দুপুরে হ‌বিগঞ্জের অন‌্যদের সঙ্গে তাঁর নমুনা পরীক্ষার ফল আসে। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়েছে।

হ‌বিগঞ্জের সি‌ভিল সার্জন এ কে এম মোস্তা‌ফিজুর রহমান বলেন, শ্বশুরবাড়িতে মারা যাওয়া ওই ব‌্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল শনিবার দুপুরে পাওয়া গেছে। এতে তি‌নি করোনা প‌জিটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।