জয়পুরহাটে ১০ দিন পর মিলল করোনা শনাক্তের ফল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জয়পুরহাট জেলায় ১০ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার রাতে করেনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার ফল এসেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জয়পুরহাট জেলায় মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৩১।


জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা আজ রোববার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটের নমুনা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হচ্ছিল। ২ জুন থেকে ১২ জুন পর্যন্ত নমুনার ফল আসা বন্ধ ছিল। গতকাল রাতে ৩১৯টি নমুনার ফল আসে। এর মধ্যে ১৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে আক্কেলপুর উপজেলায় ৮ জন, কালাই উপজেলায় ৩ জন, জয়পুরহাট সদর উপজেলায় ৩ জন, ক্ষেতলাল উপজেলায় ২ জন ও পাঁচবিবি উপজেলায় একজন আছেন। পাঁচবিবি উপজেলার শনাক্ত ব্যক্তি পুলিশের উপপরির্দশক (এসআই)।