বাগেরহাটে আরও ৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বাগেরহাটে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৫ জন কোভিডে আক্রান্ত হলেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় পাঁচজন, ফকিরহাটে তিনজন ও চিতলমারীতে একজন রয়েছেন। এর আগে গত শুক্রবার এক দিনে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আজ রোববার সকালে করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দেয় স্থানীয় প্রশাসন।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। আক্রান্ত সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। এই নিয়ে জেলায় মোট ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।