শরীয়তপুরে চিকিৎসকসহ আরও ৪৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

শরীয়তপুরে চিকিৎসক, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৭। রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ভেদরগঞ্জের একজন ইউপি চেয়ারম্যান ও জেলা পুলিশ লাইনসের আট পুলিশ সদস্য রয়েছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তে সংখ্যা ২৪৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন। আর মৃত্যু হয়েছে চারজনের।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক আবদুর রশিদ বলেন, জেলায় ব্যাপকভাবে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। এখানে মানুষের আরও সতর্ক হওয়া জরুরি।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আল নাসিফ প্রথম আলোকে বলেন, যে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত, তিনি স্থানীয় আওয়ামী লীগের প্রথম সারির নেতা। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে নমুনা দিতে বলা হয়েছে।