ভারত ও আরব আমিরাত থেকে ফিরলেন ২০২ বাংলাদেশি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারত ও আরব আমিরাতে আটকে পড়া ২০২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 

আজ সোমবার ইউএস–বাংলা এয়ারলাইনস ও এয়ার ইন্ডিয়ার বিশেষ দুটি ফ্লাইটে তাঁরা ঢাকায় আসেন।

ইউএস–বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, কোভিড-১৯ সংক্রমণের কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৬০ জন বাংলাদেশিকে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের ফিরিয়ে আনতে মধ্যস্থতা করেছে বাংলাদেশ ও আমিরাত সরকার। ১৬০ প্রবাসীকে বহনকারী ইউএস–বাংলার ফ্লাইটটি আজ বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই থেকে এসব যাত্রীর করোনা নেগেটিভ সনদ ছিল। এ ছাড়া স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে দুই জোড়া ডিসপোজেবেল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল।

এর আগে আজ সকালে দিল্লি থেকে ৪২ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকায় আসে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইট।

বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্র থেকে জানা যায়, আজ দেশে ফেরা ২০২ জন বাংলাদেশির সবার কোভিড নেগেটিভ সনদ ছিল। তাই তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।