নরসিংদীতে আরও ৪৮ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৯। আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ২১, পলাশে ২, মনোহরদীতে ৫, শিবপুরে ৬, বেলাবতে ৩ ও রায়পুরা উপজেলার ১১ জন রয়েছেন। করোনা আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই সঙ্গে তাঁদের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকতেও বাধ্য করা হচ্ছে।

নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম জানান, জেলার ৬টি উপজেলা থেকে মোট ৫ হাজার ৭৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা শেষে ৪ হাজার ৯৫৫ জনের নমুনার ফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৭৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫০ জন। আর কোভিডে মারা গেছেন ১৮ জন।